নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে কেন্দ্রের বিরুদ্ধে ফের সরব মুখ্যমন্ত্রী

কলকাতাঃ সালটা ২০১৬ । সময় সন্ধ্যে ৮টা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আচমকাই ঘোষণা করলেন রাত ১২টার পর থেকে বাতিল হয়ে যাবে পুরোনো ৫০০ আর ১০০০ টাকার নোট। তারপর বাকিটা ইতিহাস। নোটবন্দি নিয়ে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমেছিলো কংগ্রেস সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দল । নোটবন্দির বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় । শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয় দিল্লির রাজপথেও প্রতিবাদে নেমেছিলেন।

আজ ফের একটা ৮ নভেম্বর । নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়। টুইট করে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমন শানালেন তিনি। ৮ নভেম্বরকে কালো দিন বলে ট্যুইটারে লেখেন, দেশের মানুষের সঙ্গে কেন্দ্রীয় সরকার প্রতারণা করেছে ৷ নোট বাতিল একটা বড় দুর্নীতি ৷ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে৷ যে এটা করেছেন মানুষ তাঁকে শাস্তি দেবে৷

error: Content is protected !!