রাজ্যে কি মিটতে চলেছে বিমান সমস্যা?

আগরতলাঃ “যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের মধ্যে সড়ক ব্যবস্থা, উড়ান ব্যবস্থার উন্নতির লক্ষ্যে  সরকার কাজ করছে।  বেসরকারি বিমান সংস্থা এয়ার ডেকানকে আগরতলা থেকে তাড়াতাড়ি চালু করার জন্য অনুরোধ করেছেন কেন্দ্রীয় সরকারকে ।  উত্তর পূর্ব রাজ্যগুলি থেকে বৈদেশিক উড়ানের জন্য রাজ্য ও কেন্দ্রের মধ্যে কথাবার্তা চলছে”। নীতি আয়োগের চিন্তন শিবিরে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের পরিবহ ও পর্যটন মন্ত্রী প্রনজিত সিংহ রায়। শুক্রবার থেকে শুরু হয়েছে নীতি আয়োগের চিন্তন শিবির। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে সূচনা হয়েছিলো এই শিবিরের। শনিবার ছিলো শিবিরের দ্বিতীয় দিন। আজকের বিষয় ছিলো  “ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা”। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন  রাজ্যের নতুন সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন পরিবহন মন্ত্রী। রাজ্যের পর্যটন শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, “ত্রিপুরা কৃষিপ্রধান রাজ্য  হলেও এখানে পর্যটন শিল্পের সম্ভাবনা আছে। তার জন্য প্রয়োজন সহজ যোগাযোগ ব্যবস্থা। এর জন্য রাজ্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ।  পরিবহনমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যবাসীর সহজ যোগাযোগ ব্যবস্থার জন্য ই-ট্যাক্সি চালু করা হচ্ছে। যেখানে মোবাইল আপের মাধ্যমে ট্যাক্সি বুকিং ও তার ভাড়ার তথ্য মোবাইলের মাধ্যমেই জানা যাবে।

error: Content is protected !!