অস্বাভাবিক ভাড়া কমানো সহ পরিষেবা বাড়াতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী।

আগরতলাঃ বেশ কিছুদিন ধরেই মধ্যবিত্তের হাতের নাগালের  বাইরে আগরতলা থেকে কলকাতা বা গৌহাটি যাওয়ার বিমানের টিকিট । প্রতিদিন হুহু করে দাম বাড়ছে বিমানের টিকিটের। কখনও ১০ হাজার কখনও বা সেটা ১২ বা ১৫ হাজারে গিয়ে দাঁড়িয়েছে । যার ফলে চূড়ান্ত সমস্যায় পড়েছেন যাত্রীরা । সবথেকে বেশি সমস্যায় পড়েছেন আগরতলা থেকে কলকাতা,দিল্লি অথবা চেন্নাইতে যাওয়া বা আসা রোগীরা । টিকিটের দাম বাড়তে থাকায় চিকিৎসার জন্য বাইরে যেতে পারছেন না রোগীরা । তার ফলে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের । কিছুদিন আগেই স্পাইসজেট আগরতলা থেকে বিমান পরিষেবা উঠিয়ে নিয়েছে । এখন শুধু মাত্র এয়ার ইন্ডিয়া আর ইন্ডিগো বিমান পরিষেবা চালু রেখেছে। একদিকে বিমান কম আর অপর দিকে ভাড়া বৃদ্ধির দুইয়ের চাপে এখন চূড়ান্ত দুর্ভোগে রাজ্যবাসী।

এবার সেই সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শরনাপন্ন হলেন রাজ্যের মুখমন্ত্রী বিপ্লব কুমার দেব । সূত্রের খবর রাজ্যে বিমানের সংখ্যা বৃদ্ধি করা এবং বিমান ভাড়ার কমানোর জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । কলকাতা,গৌহাটি বা দিল্লি,চেন্নাই ত্রিপুরার সঙ্গে মানুষের যোগাযোগের মাধ্যম আকাশপথ। কিন্তু সেই বিমানের ভাড়া বেশ কিছুদিন ধরে বৃদ্ধি পাওয়ার নাজেহাল রাজ্যের মানুষ। তাই বাধ্য হয়ে মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরেই সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী চিঠি দেন প্রধানমন্ত্রীকে।

error: Content is protected !!