“মা তোমার কথা মনে পড়ছে। আমি তোমাকে খুব ভালোবাসি”

ডাকবার্তা ডেস্কঃ “মনে হচ্ছে এখান থেকে আর ফিরব না। আমাদের মেরে ফেলা হবে। মা, আমি তোমাকে খুব ভালোবাসি… মা আমি তোমাকে ভালোবাসি।”

মৃত্যুর আগে শেষবারের মত নিজের ভলায় ভয়েস রেকর্ডিং করেছেন মাওবাদী হামলায় সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসা দূরদর্শনের সাংবাদিক মোরমুকুত শর্মা। মঙ্গলবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়ার জঙ্গলে মাওবাদী হামলায় মৃত্যু হয়েছে দূরদর্শনের ক্যামেরাম্যান সহ দুজন পুলিশ কর্মীরা । কালকের ঘটনার পর একটি ২ মিনিট ৯ সেকেন্ডের ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওতে দেখা গেছে, হালকা আকাশি রঙের জামা পরে মাটিতে শুয়ে আছেন সাংবাদিক মোরমুকুত শর্মা । ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি ওই ঘটনায় খুব আতঙ্কিত এবং হাঁফাচ্ছেন। ঠিক সেই সময় সেখানে এলেন এক জওয়ান । সেই জওয়ান অন্য একজন জওয়ানকে লক্ষ্য করে বললেন, কভার কর, কভার কর। মাটিতে শোয়া অবস্থাতেই সেই জওয়ানের কাছে জল চাইলেন মোরমুকুত।

কোনওরকমে বললেন, “স্যার, একটু জল দিন। একটু জল।” নরম স্বরে জওয়ান বললেন, “আমার কাছে জল নেই ভাই। শুয়ে থাক, কিছু হবে না। জওয়ান এসে গেছে। চিন্তার কিছু নেই। সব ঠিক হয়ে যাবে।”  ঠিক তারপর ঘটনাস্থল থেকে একটু দূরে সরে গেলেন জাওয়ান। এবার ক্যামেরার সামনে নিজের আশঙ্কা প্রকাশ করলেন মোরমুকুত। মা’কে স্মরণ করলেন। দিলেন বিশেষ বার্তা। বলে চললেন, “আতঙ্কবাদী হামলা হয়েছে। আমরা দান্তেওয়াড়ায় কভারেজে এসেছিলাম। এক রাস্তা ধরে যাচ্ছিলাম। আর্মি আমাদের সঙ্গে ছিল। আচমকা নকশালরা হামলা চালায়। মা তোমার কথা মনে পড়ছে। আমি তোমাকে খুব ভালোবাসি। খুব ভালোবাসি। হতে পারে এই হামলায় আমি মরে যাবো। পরিস্থিতি ঠিক মনে হচ্ছে না। জানি না কেন, মৃত্যুকে সামনে দেখেও ভয় লাগছে না। এখান থেকে বেঁচে ফেরা কঠিন। ছয় থেকে সাতজন জওয়ান রয়েছে। আমাদের চারদিক থেকে ঘিরে নিয়েছে ওরা।” মাওবাদী হামলার মুখ থেকে কোনরকমে বেঁচে ফিরেছেন মোরমুকুত। গোটা ঘটনার সাক্ষী তিনি । তাঁর রেকর্ড করা ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

error: Content is protected !!