নর্থ বেঙ্গল ভিডিও এডিটর্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন অভিনব উদ্যোগ।

হক জাফর ইমাম(মালদা) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের চিন্তা-ধারা ছিল,কোন মানুষ যেন অনাহারে দিন না কাটায়। সেই উদ্দেশ্যে বিভিন্ন ধরনের প্রকল্পও চালু করেন।

মুখ্যমন্ত্রীর সেই চিন্তা ধারার কথা মাথায় রেখে, নর্থ বেঙ্গল ভিডিও এডিটর্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন, শুভ বিজয়া ও লক্ষী পূর্ণিমা উপলক্ষে, বুধবার দুপুর থেকে ভবঘুরে ও দুস্থদের অন্ন খাওয়ানোর ব্যবস্থা করে। রবীন্দ্র ভবন মোড়, গৌড় কন্যা বাস টার্মিনাস, হ্যান্টা কালি মোড়, রথবাড়ি, ৪২০ মোড় এবং মালদা মেডিকেল কলেজ এর সামনে পরে থাকা ভবঘুরেদের ও দুস্থদের মধ্যে খিচুড়ি, তরকারি, পাপড় ভাজা ও চাটনি খাওয়ানোর ব্যবস্থা করা হয়।

সংগঠনের সম্পাদক জানান, মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা-ধারা মাথায় নিয়ে সারা বছরই সামাজিক কাজকর্ম করে থাকি, আজোও শুভ বিজয়া ও লক্ষী পূর্ণিমা উপলক্ষে ভবঘুরে ও দুঃস্থ্যদের মুখে অন্ন তুলে দিতে পেরে আমরা খুশি। রাত্রি পর্যন্ত ৩০০ থেকে ৪০০ জন দুস্থদের মধ্যে এই অন্য বিতরণ করা হবে। আগামী দিনেও আমাদের এই কর্মসূচি চলবে।

error: Content is protected !!