কত টাকা খরচ হচ্ছে ঐক্যের মূর্তি তৈরির জন্য?

গুজরাটঃ ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উন্মোচন হতে  সর্দার বল্লভভাই প্যাটেলের ঐক্যের মূর্তি । ওইদিন বল্লভভাই প্যাটেলের জন্মদিন। তাঁর জন্মদিনের দিনেই বিশ্বের সব থেকে উঁচু মূর্তি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নর্মদা নদীর কাছাকাছি সর্দার সরোবর বাঁধের কাছে স্থাপিত হচ্ছে এই বিশাল মূর্তিটি। মূর্তিটি তৈরি করছেন পদ্মশ্রী ও পদ্মভূষণ জয়ী রাম বনজি সুতার। যিনি প্রায় ৫০টি বিরাট ভাস্কর্য নির্মাণ করেছেন যার মধ্যে মহাত্মা গান্ধীর একটি মূর্তিও রয়েছে। এখনও পর্যন্ত যে খবর পাওয়া গেছে মূর্তি স্থাপনের কাজ ৮৫ শতাংশেরও বেশি শেষ হয়ে গিয়েছে। কিন্তু কত টাকা খরচ হয়েছে মূর্তিটি তৈরি করতে।  ১৮২ মিটার উচ্চতার এই মূর্তি তৈরি করে একতা এবং সততার চিহ্ন রাখতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৩ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় এই মূর্তি গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি। ৫ বছর পর নরেন্দ্র মোদীর সেই স্বপ্ন সত্যি হতে চলেছে।  গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা লোহা, মাটি এবং জল সংগ্রহ করেছে এই মূর্তি নির্মানের জন্য। স্ট্যাচু অফ ইউনিটি তৈরি হচ্ছে সর্দার প্যাটেলের জীবন ও কীর্তির চেয়ে আরও বেশি কিছু তুলে ধরার জন্য।

error: Content is protected !!