৩১ শে অক্টোবর মধ্যরাতে রাধা কুন্ডের স্নান রামকেলিতে

হক জাফর ইমাম(মালদা)  আগামী ৩১ শে অক্টোবর মধ্যরাতে রাধা কুন্ডের স্নান  রামকেলিতে আয়োজন করা হয়েছে  । শাস্ত্রে রয়েছে, ‘রাধা কুণ্ডে যে জন করেন স্নান, রাধা সম প্রেম তারে কৃষ্ণ করেন দান’ । আগামী ৩১শে অক্টোবর মধ্যরাতে রাধা কুন্ডে স্নানের আয়োজন করতে চলেছে রুপসনাতন মিলন মন্দির এবং বৈষ্ণবশাস্ত্র চর্চা কেন্দ্র । ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়েছে । বুধবার ইংরেজবাজার থানার রামকেলি বাদুল্লাবাড়ি এলাকায় রুপসনাতন মিলন মন্দির প্রাঙ্গণে সেই ঘাট নির্মাণের কাজ শুরু হয়েছে । আগামী ৩১ শে অক্টোবর বুধবার মধ্যরাতে কয়েক হাজার ভক্তের ভিড় জমে সেখানে । এবছর এই অনুষ্ঠান দ্বিতীয় বর্ষ। ৩১ তারিখ মধ্য রাতে আবালবৃদ্ধবনিতা পুণ্য লাভের জন্য রাধা কুন্ডে স্নান করবেন । তার আগে সমস্ত দিক খতিয়ে ঘাট নির্মাণের কাজ শুরু হয়েছে।
মন্দির কমিটির সম্পাদক উজ্জ্বল সাহা জানিয়েছেন, আগামী ৩১শে অক্টোবর বুধবার মধ্যরাতে রাধা কুন্ডের স্নানের আয়োজন করা হবে । বৃন্দাবনের আদলে রামকেলি ধামেও রাধা কুণ্ডে স্নান করবেন কয়েক হাজার ভক্ত।  তার জন্যই বুধবার থেকে প্রস্তুতি শুরু হয়েছে ।  মন্দিরের সেবাইত রঘুনাথ দাস জানিয়েছেন, এই পুন্য তিথিতে বৃন্দাবনে স্নান করে যে পূণ্য লাভ হয় ভক্তদের, তেমনি পূন্য লাভ হবে রামকেলি ধামে রাধা কুন্ডে স্নান করে।
error: Content is protected !!