সারা দেশ জুড়ে অশুভ সংকেত চলছে

কলকাতাঃ “তিনসুকিয়ার নিষ্ঠুরভাবে গরীবদের হত্যা করা হয়েছে । সারা দেশ জুড়ে অশুভ সংকেত চলছে। দেশে আগে এই পরিবেশ ছিলোনা। কেন নিরীহ অসহায় মানুষকে হত্যা করা হবে?” শুক্রবার কলকাতার একটি কালীপুজো উদ্বোধনে গিয়ে অসমে গণহত্যা নিয়ে এভাবেই নিন্দায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আরও বলেন, “সারা দেশে এজেন্সি নিয়ে ভয় দেখানো হচ্ছে । কোনও খুনের পরিস্থিতি, কোথাও এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে । বিভিন্ন কমেটিতে আর এস এস ঢোকানোর চেষ্টা করা হচ্ছে”।  বৃহস্পতিবার রাতেই এই ঘটনার পর টুইটারে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়। শুক্রবার সকালে এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে মমতা বন্ধোপাধ্যায়ের ফেসবুক পেজের ডিপ, টুইটারের ডিপি ও অল ইন্ডিয়া তৃনমূল-কংগ্রেসের ফেসবুক পেজের ডিপি কালো করে করে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

error: Content is protected !!