সহজ পদ্ধতিতেই বাড়িতে বসেই দূর করুন ঠোঁটের কালচে দাগ

এখনকার এই আধুনিক যুগে যেখানে দিনে দিনেই কাজের চাপ বেড়ে চলেছে সেই অর্থে নিজেদের রূপচর্চার উপর সব সময় দেওয়ার সত্যি সম্ভব হচ্ছে না।  হাতের কাছে ঘরোয়া সর্বোৎকৃষ্ট উপকরণগুলো থাকা সত্ত্বেও আমরা বিশেষ করে মেয়েরা ছুটছে কেমিক্যাল এবং পার্লারে।  আজকাল মেয়েরা বিশেষ করে যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত তাতে দৈনন্দিন ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতে হয় যার জন্য ঠোঁট কালচে হয়ে যায়।  কিন্তু এই উপকরণগুলো ব্যবহার করলে আপনাদের ঠোঁট ন্যাচারালি সুন্দর এবং কোমল থাকবে।

এখনই উপকরণগুলো আপনারা সহজেই যে কোন দোকানে পেয়ে যাবেন।  প্রথমে আমাদের চাই ধনেপাতা। ধনেপাতায় থাকে এম্বিরিফের  ঠোঁট থেকে পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে। এক চামচ ধনে পাতার রস নিয়ে নিন তাতে এক চামচ পেস্ট করুন তারপর সেটাতে হাফ চামচ বেকিং সোডা এবং হাফ চামচ মধু নিন। তারপর সব উপকরণ দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন এবং ঠোঁটকে ভালো করে স্ক্রাব করুন।  আধঘন্টা পর ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত পক্ষে একবার এই উপায়টি ব্যবহার করলে আপনাদের ঠোঁট সুন্দর এবং কোমল থাকবে ।

error: Content is protected !!