শিক্ষা ব্যবস্থাকে আরও সাইকেল বিলি রাজ্য সরকারের

কল্যানপুরঃ বাম আমলের শেষ দিক থেকে রাজ্যে ভেঙ্গে পড়েছিলো শিক্ষা ব্যবস্থা। এমনটাই অভিযোগ করেছিলেন তৎকালীন রাজ্যের বিরোধী দলগুলি। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায় আসলে শিক্ষা ব্যবস্থার উন্নতি করা হবে। সেই মত ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত মানের করে তুলতে চেষ্টা করে চলেছে রাজ্য সরকার।  রাজ্যের ছাত্রছাত্রীরা যাতে আরও বেশী করে বিদ্যালয় মুখো হয় তার জন্য প্রচেষ্টা করছে সরকার। মঙ্গলবার কল্যাণপুর  হাই স্কুলের উদ্যোগে কল্যাণপুর বিআরসি হলে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়। এদিন কল্যাণপুর ব্লক এলাকা থেকে ১৭ টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে ২০৪ টি সাইকেল বিতরণ করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে বিধায়ক পিনাকী দাস চৌধুরী। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন কল্যান পুর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক অঞ্জনা দেববর্মা সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, রাজ্য সরকার বিভিন্নভাবে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন। তাছাড়াও স্কুলে বিনামূল্যে বই দেওয়া হচ্ছে দেশের জন্য আর্থিক সাহায্য করা হচ্ছে।  আজকের এই অনুষ্ঠানে মোট ২০৪ জন ছাত্রীকে বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়। এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রীরা।

error: Content is protected !!