রাজ্য সরকারের উদ্যোগে এবার মালদা শহরে স্পোর্টস কমপ্লেক্স

হক জাফর ইমাম(মালদা)  মালদা শহরে স্পোর্টস কমপ্লেক্স গড়তে চলেছে রাজ্য সরকারের উদ্যোগে।মালদা শহরের বাঁধ রোডে রামকৃষ্ণ মিশন। আশ্রমের সামনেই মিশন পরিচালিত বিবেকানন্দ বিদ্যামন্দির। স্কুলের পাশে রয়েছে একটি বড় মাঠ। কয়েক বছর আগেও মাঠটি ফাঁকা ছিল। স্কুলের পড়ুয়ারা সেই মাঠেই খেলাধুলো করত। কিন্তু পরবর্তীতে সেই মাঠে গড়ে ওঠে একটি বস্তি। সেখানে রয়েছে বেশ কিছু অস্থায়ী বাড়ি। মাঠের একদিকে নির্মিত হয়েছে একটি প্রশাসনিক ভবন। গোটা মাঠটাই এখন কার্যত পৌরসভার দখলে । মাঠ জুড়ে পড়ে রয়েছে ছোটো বড়ো জলের পাইপ। রয়েছে পৌরসভার অন্য সামগ্রীও। ফলে এখন আর সেই মাঠে খেলাধুলো করতে পারে না স্কুলের ছেলেরা ।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক জেলা সফরের সময় রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ তাঁর কাছে স্কুলের পড়ুয়াদের জন্য একটি খেলার মাঠের দাবি জানিয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মাঠটিকেই রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। মাত্র এক টাকার বিনিময়ে মাঠটিকে রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এপ্রসঙ্গে মালদা ইংরেজবাজারের বিধায়ক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “মালদা শহরের মধ্যে থাকা এই মাঠটি দীর্ঘদিন ধরে পড়ে ছিল। রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ একটি খেলার মাঠের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানান । মুখ্যমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়েছেন। ওই মাঠে থাকা পৌরসভার সমস্ত জলের পাইপ তুলে ফেলা হবে । খুব তাড়াতাড়িই সেই মাঠ খালি করে দেওয়া হবে। একটি ফুটবল গ্রাউন্ড নির্মাণ করা হবে। সেই গ্রাউন্ড ঘিরে থাকবে একটি ৪০০ মিটারের রানিং ট্র্যাক । এছাড়াও থাকবে ভলি ও বাস্কেট বল কোর্ট। সম্পূর্ণ কাজের জন্য প্রায় চার কোটি টাকা খরচ হবে । প্রথম পর্যায়ের কাজের জন‍্য জেলাশাসক বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড থেকে ৪০ লাখ টাকা বরাদ্দ করছেন। আগামী মার্চ মাস থেকেই এই কাজ শুরু হবে। তবে স্পোর্টস কমপ্লেক্সটি তৈরি হলে তা তুলে দেওয়া হবে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের হাতে।

error: Content is protected !!