রাজ্যে সমবায় সমিতির সংখ্যার এই বৃদ্ধি সরকারের কাজ কর্মের মানসিকতা প্রদর্শন করে।

সরকারের কাজের আমরা ঢাক-ঢোল পেটাই না। আমাদের প্রয়াস সরকারের কাজের সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানো। অন্যদিকে পূর্ববর্তী সরকার এর কাজ সর্বহারা পর্যন্ত পৌঁছানোর কথা বলে। ওই সরকারের গুরুত্ব মিছিল ও রেলীর উপর ছিল। রাজ্যে নতুন সরকার আসার পর সমবায় সমিতির সংখ্যা বৃদ্ধি একটি জ্বলজ্যান্ত দৃষ্টান্ত। 2016-17 অর্থবছরে রাজ্যে সমবায় সমিতির সংখ্যা ছিল 1795 টি, 2017-18 অর্থবর্ষে ছিল 1793 টি, আর 9 মার্চ 2018 তে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হওয়ার পর অক্টোবর 2019 পর্যন্ত রাজ্যে সমবায় সমিতির সংখ্যা বেড়ে 1997 টি হয়ে গেছে। রাজ্যে সমবায় সমিতির সংখ্যার এই বৃদ্ধি সরকারের কাজ কর্মের মানসিকতা প্রদর্শন করে।

error: Content is protected !!