রাজ্যের পর্যটন বিকাশে ৬৫ কোটি বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার

আগরতলা ও দিল্লিঃ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পর্যটন ক্ষেত্রের উন্নয়নের জন্য ৬৫ কোটি টাকা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার।  রাজ্য সরকার ডিপিআর পাঠালেই এই অর্থ রিলিজ করে দেয়া হবে। সম্প্রতি লোকসভায়  সাংসদ রেবতী কুমার ত্রিপুরার এক প্রশ্নোত্তরে এই কোথা জানিয়েছেন জানান পর্যটনমন্ত্রী প্রহল্লাদ সিং প্যাটেল। প্রন শ্নোত্তর পর্বে রেবতী ত্রিপুরা জানতে চান ত্রিপুরার ধর্মীয় স্থান ও পর্যটন ক্ষেত্রগুলির উন্নয়নে কেন্রীয় সরকার কোনও প্রকল্প হাতে নিয়েছে কিনা? উত্তর দিতে গিয়েই প্রথমে পর্যটনমন্ত্রী রেবতী ত্রিপুরাকে এই সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান। এরপর তিনি বলেন,  ২০১৫-১৬ অর্থ বছরে মঞ্জুর হওয়া ৯৯ কোটি টাকার মধ্যে ৭৪.১৫ কোটি টাকা ত্রিপুরার পর্যটন ক্ষেত্রের উন্নয়নে রিলিজ করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে মঞ্জুর করা হয়েছে ৬৫ কোটি টাকা। রাজ্য সরকারের ডিটেলস প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) এর অপেক্ষায় রয়েছে। ডিপিআর এলেই অর্থ রিলিজ করে দেয়া হবে। পর্যটন ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে দক্ষিন জেলার পিলাক এবং চোত্তাখলাও।

error: Content is protected !!