রক্ত কেন বহিঃরাজ্যে চলে যাচ্ছে তার খোঁজখবর নিতে হবেঃ দিলিপ দাস

আগরতলাঃ ধর্মনগর ও কৈলাসহর থেকে প্রচুর পরিমাণে রক্ত শিলচরে চলে যায়। কিন্তু কেন এই রক্ত বহিঃরাজ্যে চলে যায় এই বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। পাশাপাশি কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা রক্ত দান করলে তাদের কোন নম্বর দেওয়া যায় কিনা তার জন্য শিক্ষা মন্ত্রীর নিকট প্রস্তাব জানানো হয়েছে। রবিবার রাজধানীর জেল রোডস্থিত সদভাবনা নামক সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন বিধায়ক ডঃ দিলিপ দাস।  রবিবার সদভাবনা নামক একটি সংস্থার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর আই.এম.এ হাউসে এই রক্তদান শিবির আয়োজিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক ডঃ দিলিপ দাস, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায় সহ অন্যান্যরা। রক্তদান শিবিরে  রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

error: Content is protected !!