ভিন্নভাবে পুজো উদ্বোধনে রামপুরহাটের কালিসাঁড়া নাগরিক কমিটি

প্রীতম দাস(রামপুরহাট) না ,  কোন নেতা মন্ত্রী নয় , নয় কোন সেলিব্রেটিও । এবারে অন্য রকম ভাবে দুর্গা পুজো উদ্বোধন করে রাজ্যে নজির সৃষ্টি করলো বীরভূমের রামপুরহাটের কালিসাঁড়া নাগরিক কমিটি ।  এক মঞ্চে এক সঙ্গে সর্বধর্মের ধর্মগুরুদের হাজির করে অভিনবভাবে দুর্গাপুজোর উদ্বোধন করলেন তারা । বাঙ্গালীর শ্রেষ্ঠ শারদ উৎসব পরিণত হল সম্প্রীতির উৎসবে । উদ্যোক্তাদের এই নতুন ভাবনা বাস্তবে পরিণত হওয়ায় খুশী রামপুরহাটের মানুষ ।  বীরভূমের রামপুরহাট পুরসভার আট নম্বর ওয়ার্ডের কালিসাঁড়া নাগরিক কমিটি পরিচালিত কালিসাঁড়া -আমতলা সার্বজনীন দুর্গাপুজো এবছর অষ্টম বর্ষে পড়ল । এবারের তাদের পুজোর থিম সেফ ড্রাইভ সেভ লাইফ । হেলমেট  এর আদলে তৈরি বিয়াল্লিশ ফুট উচ্চতার পুজোমন্ডপ ।  প্রস্তর খোদায়ের আদলে দেবী দূর্গার মুর্তি । মণ্ডপ চত্বর জুড়ে পথ নিরাপত্তা সচেতনতার বিভিন্ন প্রচার । সর্বধর্ম সমন্বয়ে পঞ্চমীর সন্ধ্যায় উদ্বোধন হয়ে গেল কালিসাঁড়া নাগরিক কমিটির এবছরের দুর্গাপুজো । একই মঞ্চে উপস্থিত হয়েছিলেন মসজিদের মৌলবি , ইসকনের প্রভু , গীর্জার ফাদার , গুরুদোয়ারার জ্ঞানী গুরু এবং জৈন সন্তগুরু । তারা একত্রিত হয়ে প্রদীপ জ্বেলে ও ফিতে কেটে উদ্বোধন করলেন পুজোর । তাদের সঙ্গে উপস্থিত ছিলেন রামপুরহাট পুরসভার উপ পুরপ্রধান সুকান্ত সরকার সহ  এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

error: Content is protected !!