গ্রেফতার হয়েছিলেন নমো!

সম্প্রতি বাংলাদেশ সফরে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ১৯৭১ সালে যখন বাংলাদেশে মুক্তি যুদ্ধ চলছিল সেই সময় তিনি গ্রেফতার হয়েছিলেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্য সামনে আসার পর থেকেই বিরোধীরা নানা ধরনের মন্তব্য করে। বিরোধীরা কোনভাবেই স্বীকার করতে রাজী নয় যে তৎকালীন সময়ে নরেন্দ্র মোদীর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কোন রকমের ভূমিকা ছিল।  কিন্তু সত্যি কি তাই? ইতিমধ্যে আমাদের হাতে যে তথ্য উঠে এসছে তাতে কিন্তু দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা বলছেন তার সত্যতা পাওয়া যায় । ১৯৭১ সালের ১২ আগস্ট টাইমস অফ ইণ্ডিয়া সংবাদপত্রে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদনে বলা হয়েছিল ১৯৭১ সালের ১লা আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত তৎকালীন জনসঙ্ঘের সভাপতি অটল বিহারী বাজপেয়ীর প্রতিনিধিত্বে প্রায় ১০ হাজার জনসঙ্ঘের কর্মী  বাংলাদেশের স্বাধীনতার দাবীতে সত্যাগ্রহ আন্দোলনে নেমেছিলেন । আন্দোলন চলাকালীন পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন ৬০০ জন জনসঙ্ঘের কর্মী । দিল্লির সংসদ ভবন থেকে কিছুটা দূরে প্যাটেলচক নামক একটি জায়গায় আন্দোলনকারীদের গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ। এছাড়াও আন্দোলনে সামিল হয়েছিলেন জনসঙ্ঘি নেতা প্রেম মনোহর, ডাঃ বলদেব প্রকাশ, এস এস ভান্ডারি, নানা দেশমুখ সহ নরেন্দ্র মোদী ও অনান্যরা।

error: Content is protected !!