এক্সপায়ারি তারিখ এগিয়ে আসায় উদ্বোধন করে দিয়েছেন। এটা লজ্জার!

নিজেস্ব প্রতিনিধি(কলকাতা) “এই মানুষটিকে নিয়ে কথা বলতে চাই না। শূন্য কলসি বেশি বাজে। সার্কিট বেঞ্চ কলকাতা হাইকোর্টের। অথচ উদ্বোধনীমঞ্চে রাজ্য সরকারের কেউ ছিলেন না। ৩০০ কোটি টাকা খরচ হয়েছে। জমি আমাদের টাকা, পরিকাঠামোও আমাদের। কাজটা শেষ করেছি। ৪ মাস আগে সার্কিট হাউস উদ্বোধনের তারিখ দেওয়া হয়েছিল। নোটিফিকেশন বাকি ছিল। তত্কালীন প্রধান বিচারপতি বলেছিলেন, নোটিফিকেশন করে দিল না কেন্দ্র। বর-কনে নেই, ব্যান্ডপার্টি এসেছে। উনি কে! গাঁয়ে মানে আপনি মোঁড়ল”। উদ্বোধন হওয়ায় কয়েকঘন্টা কাটতে না কাটতেই জলপাইগুড়িতে  হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধন নিয়ে ফের একবার সংঘাতে জড়ালেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী। শুক্রবার বিকেলে ময়নাগুড়ির সভা থেকে সার্কিট বেঞ্চের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “২০ বছর আগে হাইকোর্টে এই সার্কিট বেঞ্চ গঠনের প্রস্তাব হয়েছিল। সার্কিট বেঞ্চের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন দিয়েছিল ১৫ বছর আগেই। কিন্তু বিগত বাম ও বর্তমান তৃণমূল সরকারের টালবাহানায় এতদিন ধরে ঝুলেছিল সার্কিট বেঞ্চের বিষয়টি। এতদিন ধরে বঞ্চিত হয়েছে উত্তরবঙ্গের মানুষ”। প্রধানমন্ত্রীর জনসভা শেষ হওয়ার সাথে সাথে কলকাতার নিউটাউন থেকে সাংবাদিক সম্মেলনের শুরুতেই এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। কড়া ভাষায় আক্রমন শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,  ”জমি দিয়েছে রাজ্য। টাকাও ঢেলেছি। উনি রাজ্য সরকার, হাইকোর্টকে বাদ দিয়ে উদ্বোধন করে দিলেন”। “উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের কোনও বিচারপতিকে ডাকেননি। রাজ্য সরকারের প্রতিনিধি নেই। যুগ্মভাবে উদ্বোধন করতে চেয়েছিলাম। এক্সপায়ারি তারিখ এগিয়ে আসায় উদ্বোধন করে দিয়েছেন। এটা লজ্জার! কোনও বিচারপতিই উপস্থিত নেই। সুপ্রিম কোর্টে চিঠি পাঠাচ্ছি”। 

error: Content is protected !!