এই রায়কে কারও হার জিত হিসেবে দেখা উচিত নয়ঃ আর এস এস প্রধান

 সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। কয়েক দশক ধরে এই মামলা চলছিল। এতদিনে তাঁর উপযুক্ত নিষ্পত্তি হয়েছে। এরপর যা করার তা সরকারই করবে।  এই রায়কে কারও হার জিত হিসেবে দেখা উচিত নয়। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানাচ্ছি। বহু প্রতীক্ষিত অযোধ্যা মামলার রায় ঘোষণা হওয়ার পর সাংবাদিক সম্মেলনে একথা জানালেন আর এস এস প্রধান মোহন ভাগবত। পাশাপাশি এই রায়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “কয়েক দশক পুরোনো মামলার উপযুক্ত নিস্পত্তি হয়েছে।  

error: Content is protected !!