উত্তরজেলা পরিদর্শনে বিধায়ক দিলীপ দাসের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমেটি

প্রতীক নাথঃ রাজ্যের পিছিয়ে পড়া স্থানগুলোকে উন্নয়নের দিশা দেখাতে সোমবার  ৬  বিধায়ক সহ চেয়ারম্যান ডক্টর দিলীপ দাস এর এক উচ্চ পর্যায়ের কমিটি উত্তর জেলা পরিদর্শনে আসেন । জেলার কদমতলা ব্লক আদিন উত্তর ফুলবাড়ি সংখ্যালঘু ছাত্রাবাসটি প্রথমে পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন সমস্যা সহ ছাত্রীদের আরো উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য খতিয়ে দেখেন। তারপর সেখান থেকে সোজা চলে যান উত্তর এর সর্বশেষ সীমান্তের কুর্তি হাই মাদ্রাসা। সেখানে মূল সমস্যা ছাত্রাবাসটি দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকায় সংখ্যালঘু ছাত্ররা বসবাস করতে পারছে না। অতিসত্বর সেই অসম্পূর্ণ কাজটি সম্পন্ন করার আদেশ দেন ব্লক কর্তৃপক্ষকে। তারপর সেই উচ্চপর্যায়ের আধিকারিক দল ছুটে আসেন কদমতলার এস সি ছাত্রাবাসে। সেখানে একে একে বিভিন্ন সমস্যা ছাত্রছাত্রীরা ওই উচ্চপর্যায়ের আধিকারিক দলের নিকট তুলে ধরেন। পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত ওই এস সি ছাত্রাবাস । অবসর নতুন সরকার সেদিকে দৃষ্টির দেওয়ায় সাধারণত খুশি কদমতলাবাসী। সর্বোপরি কদমতলার মানুষের বহুদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন ডিগ্রী কলেজ পরিদর্শন করেন বিধায়ক সহ উচ্চ আধিকারিকের এই কমিটি । উত্তর জেলায় একমাত্র সরকারি ডিগ্রী কলেজ বলতেই ধর্মনগর ছাড়া বিকল্প আর কোন সরকারি ডিগ্রি কলেজ নেই। তাই নতুন সরকার প্রথম থেকেই সেদিকে নজর দিয়ে আসছিল। সেই মোতাবেক পুরনো উদ্যোগকে কাজে লাগাতে আজ সরকারি ভাবে সেই কাজ সম্পন্ন করলেন উচ্চ পর্যায়ের বিধায়ক দলটি। আরে ডিগ্রী কলেজ কদমতলায় স্থাপন হলে কদমতলা ব্লক এলাকার প্রায় কয়েক শতাধিক কলেজ পড়ুয়া উপকৃত হবে। এদিকে আজকের এই বিধায়ক পরিদর্শক দলের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান ডঃ দিলীপ দাস। তাছাড়া আর ৬ বিধায়কদের মধ্যে সুদন দাস, সুভাষ দাস, শহীদ চৌধুরী, রঞ্জিত দাস, কৃষ্ণধন দাস সহ জেলার প্রশাসনিক আধিকারিক উচ্চশিক্ষা আধিকারিক।

error: Content is protected !!