অ্যাওয়ার্ডটি নিঃসন্দেহে আরও ভাল কাজ করার প্রেরণা জোগাবে।

আগরতলাঃ সম্প্রতি  জাতীয় মঞ্চে পেয়েছেন শ্রেষ্ঠ মেক-আপ আর্টিস্টের শিরোপা। রাজধানী দিল্লীর বুকে অনুষ্ঠিত India’s Top Professional Golden Wings Awards -এ সেরা রূপসজ্জার খেতাব জয়ী রিঙ্কি সাহা রাজধানী থেকে ফিরেই মুখোমুখি আমাদের সঙ্গে। একশো জন প্রতিযোগির মধ্যে শ্রেষ্ঠ হিসেবে নিজের নাম শোনা এবং বিশিষ্ট অভিনেত্রী স্নেহা উলালের হাত থেকে পুরস্কার নেওয়ার অনুভূতি কেমন জেনে নেওয়া যাক তাঁর মুখ থেকেই।

“~আমি একজন বিউটিশিয়ান ছিলাম। গত এক বছর ধরে পুরোপুরি ভাবে মেক-আপ আর্টিস্টের কাজ করছি।সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাতকারে জানালেন  রিঙ্কি সাহা। এরপরেই সংবাদ মাধ্যমের প্রতিনিধি তার কাছে জানতে চেয়েছিলেন ত্রিপুরা না অন্য কোন রাজ্য থেকে তিনি এই কোর্স করেছেন? সেই উত্তরে রিঙ্কি দেবী জানিয়েছেন,~দিল্লী থেকেই আমার রূপচর্চা বিষয়ক পেশাদারী শিক্ষা গ্রহন। “গত ২৫ সেপ্টেম্বর যে প্রতিযোগিতা হয়েছিল, তাতে আমার ব্রাইডাল মেক আপটি সেরার শিরোপা পেয়েছে যেটা আমার কাছে অসাধারণ অনুভূতি।“ ২৫ সেপ্টেম্বর দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার জেতার পর সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে একথাই জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন,  প্রথম থেকেই প্রতিটি পদক্ষেপে আমার পরিবার ভীষণভাবে পাশে থেকে আসছে, তাই এই সাফল্যের ভাগীদার আমার পরিবারও।

রাজধানীতে আয়োজিত ওই অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের থেকে অনেকেই গিয়েছিলেন ওই প্রতিযোগিতায় অংশ নিতে। তাদের মধ্যে থেকে এত বড় সাফল্য পাওয়ার আসল রহস্য টা কি সেই বিষয়ে জানতে চাওয়া হলে রিঙ্কি দেবী জানান,  দিল্লীতে ঐ অনুষ্ঠানে আরও অনেক প্রতিযোগি ছিলেন, জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিচারক ছিলেন। মনের ভেতর একটা চাপা ভয় থাকলেও আমি আত্মবিশ্বাস হারাইনি। তবে এত ভাল ফল হবে সেটাও ভাবিনি!

তিনি আরও জানিয়েছেন,  ভবিষ্যতে রূপচর্চা, কনের সাজ ও আরও বিভিন্ন রকম মেক-আপ বিষয়ক কাজে আরও এগিয়ে যেতে চাই। আমার স্বপ্ন দেশের বাইরেও আমার কাজ ছড়িয়ে পডুক এবং এই অ্যাওয়ার্ডটি নিঃসন্দেহে আরও ভাল কাজ করার প্রেরণা জোগাবে।

সবশেষে  ত্রিপুরা রাজ্যের  মেক-আপ আর্টিস্ট এবং সাজসজ্জা শিল্পীদের উদ্দেশ্যে তিনি বলেন,  যা-ই কর, নিজের কাজটাকে ভালবেসে কর, সাফল্য আসবেই। আমি বিশ্বাস করি এ রাজ্যে প্রতিভার অভাব নেই, শুধু দরকার ইচ্ছে আর একটু ভাল পরিকাঠামো,তাতেই উন্নতি সম্ভব।”

error: Content is protected !!