অনিল অম্বানী ‘মিডল ম্যানের’ কাজ করছেন, বিস্ফোরক মন্তব্য রাহুলের

নয়াদিল্লীঃ  রাফাল নিয়ে ফের একবার মোদীকে নিশানা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিছুদিন আগে দ্যা হিন্দু পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ্যে এনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। আর এবার ফের প্রকাশ্যে আরও একটি প্রমান আনলেন তিনি। মঙ্গলবার দিল্লীতে সাংবাদিক সম্মেলন করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একের পর এক আক্রমন শানালেন কংগ্রেস সভাপতি। আজকের সাংবাদিক সম্মেলন থেকে বিমানপ্রস্তুতকারী সংস্থা এয়ারবাসের এক কর্মচারীর ইমেলের প্রতিলিপি দেখিয়ে রাহুল গান্ধী দাবী করেছেন,  ২০১৫ সালে মার্চে প্যারিসে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জিন-ইভস লে দ্রিয়ানের দফতরে গিয়ে বৈঠক করেন অনিল অম্বানী। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যান তিনি। অনিল আম্বানীর বৈঠকের  ১০ দিন পর এপ্রিল মাসের ৯-১০ তারিখে ফ্রান্স সফর করেন প্রধানমন্ত্রী। এরপরই ফ্রান্সের সরকারের সঙ্গে ৩৬টি রাফাল কেনা চুক্তি হয় ভারতের। আর এখানেই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী । নরেন্দ্র মোদীকে তোপ দেগে রাহুল বলেন, প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরের আগেই কিভাবে অনিল অম্বানী বৈঠক করেন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে? রাহুল গান্ধীর অভিযোগ, গোটা বিষয়টি পরিকল্পনামাফিক এবং পুরোটাই প্রধানমন্ত্রীর গোচোরে ছিল ।  অনিল অম্বানীর ‘মিডল ম্যানের’ কাজ করছেন বলে কটাক্ষ কংগ্রেস সভাপতির।

যদিও রাহুল গান্ধীর অভিযোগ অস্বীকার করেছে অনিল অম্বানীর সংস্থা রিলায়্যান্স ডিফেন্স। রাফাল সংক্রান্ত বিষয়ে অনিলের এই সফর ছিল না। এয়ারবাসের চিঠি অনুযায়ী, ফরাসি প্রতিরক্ষা কর্তাদের কাছে কপ্টার এবং প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির জন্য এয়ারবাস হেলকপ্টার্সের সঙ্গে অনিল অম্বানী কাজ করার ইচ্ছাপ্রকাশ করেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে রাফাল নিয়ে চুক্তি হতে চলেছে, এমন আগাম ইঙ্গিতও দিয়ে রাখেন অনিল অম্বানী।

রাহুল গান্ধীর এই অভিযোগ খারিজ করে দেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

error: Content is protected !!