২৪ দফা দাবী নিয়ে কৃষাণ মোর্চার কার্যকারিণী বৈঠক কমলপুরে

বাদল দেব(কমলপুর) “রাজ্যের জুমিয়া থেকে শুরু করে সমস্ত অংশের মানুষকে ফসল বিমার আওতায় নিয়ে আসতে হবে ।  বিগত সরকার ফসল বিমা নিয়ে চরম উদাসীনতার পরিচয় দিয়েছেন কিন্তু বর্তমান সরকার এই আর্থিক বছরের মধ্যেই রাজ্যের ৮০ হাজার কৃষকদের বিমার আওতায় নিয়ে আসার উদ্দ্যেশ্য গ্রহণ করেছে।“ সোমবার কমলপুর টাউনহলে বিজেপি কৃষাণ মোর্চার কার্যকারিণী বৈঠকে একথা জানিয়েছেন কিষান মোর্চার প্রদেশ সভাপতি জহর সাহা। সোমবার কমলপুর টাউনহলে বিজেপি কিষান মোর্চার ধলাই জেলা ভিত্তিক কার্যকরী বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন কিষান মোর্চার প্রধান সভাপতি প্রদেশ সম্পাদক বিশ্বজিৎ পদ জেলা প্রভারি উত্তম অধিকারী সহ অনান্যরা। কৃষাণ মোর্চার নিয়মানুসারে কৃষকদের স্বার্থে ২৪ দফা দাবী নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।।

error: Content is protected !!