স্যোশাল মিডিয়ার মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীন পোস্ট,দায়ের এফআইআর

আগরতলাঃ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় অশ্লীল ও কুরুচিকর  পোস্ট করার অভিযোগে আগরতলা পশ্চিম থানায় আইটি অ্যাক্টে এফআইআর দায়ের করা হলো রাজীব দে নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পশ্চিম থানার পুলিশ। ঘটনার বিবরনে জানা গেছে বেশ অনেকদিন ধরেই রাজীব দে নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে অশ্লীল। কুরুচিকর পোস্ট করা হয়েছিলো । এই নিয়ে রবিবার রাতে আগরতলা পশ্চিম থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে । এই বিষয়ে পশ্চিম জেলার পুলিশ সুপারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন ,ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই স্যোশাল মিডিয়া থেকে পোস্টটি মুছে দেওয়া হয়েছে। রাজীব দে নামে ওই অভিযুক্তের কোন সন্ধান না পাওয়া গেলেও খুব দ্রুত তাকে গ্রেফতার করা হবে।  তিনি আরও জানিয়েছেন  আসল না নকল যাই হোক না কেনো দ্রুত এই বিষয়ে সবটাই স্পষ্ট হয়ে যাবে। এবং এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কাউকেই ছাড়া হবেনা বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here