সপ্তাহের শুরুতেই বিধ্বংসী অগ্নিকান্ড রাজধানীতে

নয়াদিল্লীঃ রবিবারের পর ফের সোমবার সকালে আগুন লাগলো রাজধানীতে । পুজোর ছুটি কাটিয়ে সোমবার সকাল থেকে অফিসমুখী মানুষ । ঠিক সেই সময় ভয়াবহ আগুন লাগলো উত্তর পূর্ব দিল্লীর মেরি গেটের বাস  পাকিং এর সামনে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের ১০টি ইঞ্জিন। বেশ কয়েকঘন্টা টানা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে । কিভাবে আগুন লাগলো তা এখনও পর্যন্ত জানা যায়নি । ক্ষয়ক্ষতির পরিমান কত সেটাও এখনও অজানা। এদিকে আজ সকালে যখন আগুন গ্রাস করেছে মেরি গেটের বাস পাকিং কে ঠিক তার আগের দিন অর্থাৎ রবিবার রাতে বিধ্বংসী আগুন লাগে  দিল্লিরই রামা রোডের ২টি কাপড়ের গোডাউনে৷ যদিও সেখানে দমকল কর্মীদের দ্রুত চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে চলে আসে । ক্ষয়ক্ষতির পরিমানও খুব বেশী পরিমানে হয়নি বলে দমকল সূত্রের খবর। রাজধানী দিল্লীর মত গুরুত্বপূর্ণ জায়গায় পরপর দুদিন মাত্র কয়েকঘন্টার ব্যবধানে আগুন লাগার ঘটনায় প্রশ্ন উঠেছে শহরবাসীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

error: Content is protected !!