আগরতলাঃ ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচনকে জোট সরকার প্রহসনে পরিনত করেছে । ৯৬ শতাংশ আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছে। আসন্ন পঞ্চায়েতের উপনির্বাচনে বিপুল ভোটে বিজেপির জয়লাভ কে এভাবেই কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর। রাজ্য কমেটির বৈঠকের শেষে শুক্রবার সন্ধ্যায় মেলারমাঠের সিপিএম দপ্তরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেই সাংবাদিক সম্মেলন থেকে রাজ্য বিজেপি সহ কেন্দ্রকে বিভিন্ন ইস্যুতে তীব্র ভাষায় আক্রমন করলেন সিপিএমের রাজ্য সম্পাদক। কিছুদিন আগে রাজ্যে যে শারদ উৎসব হয়েছে সেই উৎসবকে গেরুয়াকরন, দলীয়করন করা হয়েছে । যা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে বেনজির বলে দাবী করলেন বিজন বাবু । তার আরও অভিযোগ, যেভাবে যান চলাচলে বিঘ্ন ঘটিয়ে তিন থেকে চারদিন ধরে উন্মত্ত অবস্থায় প্রতিমা নিরঞ্জন পর্ব চলেছে তা আগে কোনদিন এই রাজ্যে দেখা যায়নি । সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে এক হাত নিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক । তিনি বলেছেন, রাজ্যে আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে । বিজেপি নিজেরাই নিজেদের দলের মধ্যে মারপিট করছে,আইপিএফটির সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে । গত ২ মাসে ১৫ জন খুন হয়েছে । রাজ্যে যেভাবে নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে তা সত্যিই উদ্বেগজনক । পাশাপাশি চাঁদার জুলুমবাজি নিয়েও সরকারকে আক্রমন করেছেন তিনি ।
