“সপ্তম পে কমিশন জুমলা”

আগরতলাঃ “সপ্তম পে কমিশন জুমলা”। শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে রাজ্য সরকারের দেওয়া সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশন কে “জুমলা” বলে আখ্যায়িত করলেন সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর । দেবীপক্ষের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষনা করল রাজ্য সরকার । ২০১৮ সালের অক্টোবর থেকে লাঘু হবে সপ্তম বেতন কমিশন ।  সব ক্ষেত্রে ১৪.২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা।   সপ্তম বেতন কমিশনের ফলে গ্রুপ সি কর্মচারীদের সর্বনিন্ম বেতন ১৮০০০ টাকা ও গ্রুপ ডি কর্মচারীদের সর্বনিন্ম বেতন ১৬০০০ টাকা । পুজোর আগে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী মহল । পুজোর আগে পে কমিশন ঘোষণা হয়ে যাওয়ার এবার পুজো কিছুটা হলেও অন্যরকম ভাবে কাটিয়েছেন সরকারি কর্মীরা । কিন্তু সপ্তম পে কমিশনকে “এবার জুমলা” বললেন বিজন বাবু । সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, বিজেপি সরকার নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলো সে গুলো কার্যকরী করার তো উদ্যোগ নেই । যে দু একটা ক্ষেত্রে ওরা উদ্যোগ নিয়েছে সেটা একেবারেই জুমলা । সপ্তম পে কমিশন দেওয়ার কথা বলা ছিলো সেটা “জুমলা”।

error: Content is protected !!