সংবাদের উৎস খুঁজতে চেয়ারম্যানের অভিনব উদ্যোগ

আগরতলাঃ ১৩ ই নভেম্বর গোমতী দুগ্ধ উৎপাদন সমবায়ের চেয়ারম্যান সংস্থার দুই সাধারণ কর্মচারী সুমন চক্রবর্তী ও রবিউল ইসলামের নামে জিবি বাজারের নিউ কমপ্লেস্ক থানায় লিখিত অভিযোগ করেন । অভিযোগে চেয়ারম্যান সমীর দাস জানান সংস্থার অধিকর্তার সামনে রবিউল ইসলাম এবং সুমন চক্রবর্তী চেয়ারম্যানকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন ও উনার অফিসের ফাইলপত্র তছরুপ করার চেষ্টা করে ।

বৃহস্পতিবার মামলার তদন্তকারী অফিসার গোমতী দুগ্ধ উৎপাদন সমবায়ে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তদন্তকারী পুলিশ অফিসার জানান কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং পূর্ণাঙ্গ তদন্তের পরই সঠিক তথ্য উঠে আসবে ।অন্যদিকে অভিযুক্ত সুমন চক্রবর্তী জানান তাদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে । সাম্প্রতিককালে চেয়ারম্যান এর অপকর্ম নিয়ে রাজ্যের কয়েকটি সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় । তাতেই বেজায় ক্ষেপে যান চেয়ারম্যান সমীর দাস । সমীর দাসের ধারণা সুমন চক্রবর্তী ও রবিউল ইসলাম সংবাদমাধ্যমের কাছে উনার অপকর্মের তথ্য ফাঁস করেছেন, তাই তাদের মজা বোঝাতেই এই কূটনৈতিক উদ্যোগ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here