“শ্রমজীবী মানুষের মধ্যে ঐক্য নষ্ট করতে একটি সাম্প্রদায়িক শক্তি সামনে এসেছে”

নিজেস্ব প্রতিনিধি(আগরতলা) ২০১৯ সালে ৮ এবং ৯ জানুয়ারি দেশব্যাপী সাধারন ধর্মঘটের নামছে দেশের ১০টি ট্রেড ইউনিয়ন। সেই ধর্মঘট সফল করার লক্ষে রাজ্য জুড়ে একাধিক কর্মসূচী হাতে নিয়েছে সিটু। রবিবার সি আই টি ইউ জেনারেল কাউন্সিল বর্ধিত সভা ও সাংগঠনিক কর্মশালার শেষে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সিটুর রাজ্যসভাপতি মানিক দে। সিটুর ডাকা আজকের এই কনভেনশনে বিভিন্ন দাবী,দাওয়া নিয়ে রাজ্যবাপ্যী আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশে বর্তমান পরিস্থিতির মধ্যে শ্রমজীবী অংশের মানুষের মধ্যে যে ঐক্য রয়েছে সেই ঐক্য নষ্ট করার জন্য একটি সাম্প্রদায়িক,বিভেদ্গামী  শক্তি সামনে এসেছে। ধর্ম-বর্ণের নামে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। আজকের দিনে শ্রমজিবি মানুষের উপর যে আক্রমন চলছে  তাঁর জন্য আন্দলোনের দরকার। এবং সেই আন্দোলন আটকানোর  জন্য ব্যাপক একটা ঐক্যের দরকার।  সেই ঐক্য সিটু প্রথম আহ্বান করেছে। সাংবাদিক সম্মেলন থেকে নাম না করে বিজেপিকে এভাবেই আক্রমন করলেন সিটুর রাজ্য সভাপতি মানিক দে। পাশাপাশি রাজ্যের সিটু সংগঠনকে ঢেলে সাজানোর জন্য প্রবীন কর্মীদের পাশাপাশি নবীনদেরও এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। আজকের এই কনভেনশনে মানিক দে ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, পাঞ্চালী ভট্টাচার্য সহ অনান্য নেতৃবৃন্দরা।

ছবি-অর্পণ দে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here