নিজেস্ব প্রতিনিধি(পশ্চিম মেদিনীপুর) বাম আমলের পর মমতা বন্ধোপাধ্যায়ের আমলেও কি জঙ্গলমহলে ফের সক্রিয় হয়ে উঠছে মাওবাদীরা? এই প্রশ্নই কিন্তু এখন ঘোরাফেরা করছে জনমনে।
মাওবাদী লিগামেন্ট সন্দেহে জঙ্গলমহল থেকে গ্রেফতার করা হয়েছিলো ৪ জনকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকালে “মন্ত্রী শুভেন্দু অধিকারীর মাথা চাই” বলে পোস্টার পড়লো মাওবাদীদের । মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত মুড়াকাটা তে জঙ্গলের পাশে রাস্তায় বেশ কতগুলি মাওবাদীদের নাম করে পোস্টার পড়ে থাকতে দেখা যায় । আর এই ঘটনায় ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে মাও আতঙ্ক।