শীর্ষ আদালত ও রাজ্যসরকারকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন র্যা লী শান্তিবাজার মহকুমায়

বিশ্বেশ্বর মজুমদার(শান্তিরবাজার) ১ নভেম্বর ১০৩২৩ শিক্ষকশিক্ষিকাদের জন্য ঐতিহাসিক রায় ঘোষণা করেছে  সুপ্রিম কোর্ট। আর ২ বছর চাকরির মেয়াদ বৃদ্ধি পেয়েছে তাদের। শীর্ষ আদালতের এই রায়ের পরে রাজ্য জুড়ে আনন্দে মেতে উঠেছে ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকারা। সুপ্রিম কোর্ট ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিনন্দন র‍্যালী করেছেন তারা। সারা রাজ্যের পাশাপাশি শুক্রবার রাতে শান্তিরবাজার মহকুমাতেও অভিনন্দন র‍্যালী করলেন ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকারা। বেতাগা বাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এই অভিনন্দন র‍্যালী। বেতাগা বাজারের সামনে থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে ফের বাজারের সামনে এসে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শীর্ষ আদালত ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here