শিশুরাই যে কোন রাজ্য ও দেশের ভবিষ্যতের কান্ডারিঃ মুখ্যমন্ত্রী

আগরতলাঃ “পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র হলো ফুল ও শিশু । অভিভাবকরা যেমন দিশা দেখাবেন তারা সেভাবেই গড়ে উঠবে। শিশুরাই হলো যে কোন রাজ্য ও দেশের ভবিষ্যতের কান্ডারি। তাদের মাধ্যমেই আমরা সুন্দর ভবিষ্যতের কল্পনা করতে পারি।“ বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়াম রাজ্য ভিত্তিক শিশু দিবসের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । মুখ্যমন্ত্রী ছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, রাজেস্ব মন্ত্রী এন সি দেববর্মা সহ অনান্যরা।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, “মহত্মা গান্ধী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতন ব্যাক্তিত্বরা গ্রামস্বরাজের কথা বলতেন। আদর্শ ভারত গড়তে চাইতেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গ্রামস্বরাজের কথা বলেন। ইন্টারনেট ও ওয়াইফাই সংযুক্ত ডিজিটাল ভারতবর্ষের উপর গুরুত্ব দেন।“

বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী স্যোশাল মিডিয়ার উপর গুরুত্ব আরোপ করে বলেন, “বর্তমান প্রজন্ম অনেক প্রগতিশীল । তিনি এও বলেন এইসমস্ত স্যোশাল মিডিয়ার নেতিবাচক প্রয়োজনে ছেলে মেয়েরা ব্যবহার করতে না পারে সেই জন্য অভিভাবকদের সজাগ হওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।“

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের শৃঙ্খলাপ্রায়ন ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়ার জন্য অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান । তিনি বলেন, “ শিক্ষাক্ষেত্রে উৎসাহ বৃদ্ধির লক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম ৫ জনকে চিফ মিনিস্টার স্টেট অ্যানুয়াল অ্যাওয়ার্ড প্রদান চালু করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে।

foodzone
foodzone

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here