বাদল দেব(কমলপুর) ১২ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিলো অনিমা দাস নামে এক শিক্ষিকার। তিনি কমলপুর নোয়াগাও হাইস্কুলের শিক্ষিকা ছিলেন। ওইদিন শারীরিক অসুস্থতা নিয়ে বিশেষ কিছু কাজের জন্য স্কুলে গিয়েছিলেন। কিন্তু স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পরেই সামনে উঠে এসেছে আরও একটি তথ্য। মৃতার পরিবারের অভিযোগ যে, ১১ সেপ্টেম্বর ওই মহিলার বাড়িতে একদল দুষ্কৃতি হামলা চালায়। হামলার ফলে ওই মহিলার ঘাড়ে গুরুতর চোট লাগে । চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় বহিরাজ্যে । কিছুটা সুস্থ হওয়ার পর কমলপুরে ফিরে আসেন তিনি । তারপরেই স্কুল থেকে ফিরে আসার পথেই ঘটে এই মর্মান্তিক ঘটনা ।
