শত্রুতা ভুলে নিজেদের মধ্যে কি দূরত্ব কমাবে রুশ ও আমেরিকা?

আমেরিকাঃ আগত নতুন বছরের শুরুতে আমেরিকা যাওয়ার আমন্ত্রন পেলেন রুশ প্রধান ভ্লাদিমির পুতিন। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী জন বোল্টন জানান, “দিন নির্ধারণ না হলেও , পুতিনকে নতুন বছরের প্রথমে নিমন্ত্রণ করা হবে।” ট্রাম্পের ইচ্ছাতেই নিরাপত্তা উপদেষ্টা বোল্টন এই সাক্ষাৎকারের চেষ্টাই ছিলেন এবং অবশেষে কিছুটা আশার আলো দেখা গেল।

সাম্প্রতিক কালে সিরিয়া হোক বা ইউক্রেন বা ইরানের ওপর নিষেধাজ্ঞা, প্রতিটি ক্ষেত্রেই আমেরিকা ও রাশিয়ার অবস্থান বিপরীত মেরুতে। যদি পুতিন আমেরিকার নিমন্ত্রনে সাড়া দেন তাহলে এটি হবে পুতিনের তৃতীয়বার আমেরিকা যাত্রা । পূর্বে জর্জ ডব্লু বুশের সময়কালে পুতিনের আমেরিকা যাত্রাকে আমেরিকা প্রধান নতুন পথের “আশা ও অগ্রগতি”র আখ্যা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here