সম্পর্ক মজবুত করতে অভিনব উদ্যোগ দুই প্রতিবেশী দেশের

আগরতলাঃ ভারত-বাংলাদেশ এই দুইদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে এগিয়ে এলো দুই প্রতিবেশী দেশ। শনিবার স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণের হাত ধরে শুভ সূচনা হলো ভারত-বাংলাদেশ মৈত্রী প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টের। 

তারা প্রতিবন্ধী হলেও তাদের সমাজে খাটো করে দেখার কোনো সুযোগ নেই।  প্রতিবন্ধী হলেও তাদের খেলা দেখে বোঝার উপায় নেই। তারা স্বাভাবিক মানুষের মতোই সবকিছু করতে সক্ষম। তাদের ইচ্ছাশক্তি সাধারণ মানুষের থেকে অনেক বেশি ।  অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,  ভারত ও বাংলাদেশের মধ্যে এক আত্মিক টান রয়েছে । আমাদের ভাষা-সংস্কৃতিও এক। বাংলাদেশে ভারতের বন্ধু সরকার হওয়ায় আমাদের ব্যবসা বাণিজ্য বাড়ছে । এতে দুই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে । এই খেলা হলো এরই প্রতীকি । এতে দুই দেশের সম্পর্ক ভালো হবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here