লক্ষ্মীপূজা উপলক্ষে বাইচ প্রতিযোগিতা ও হাড়িয়া মেলা মালদায়

হক জাফর ইমাম(মালদা)  লক্ষ্মীপূজা উপলক্ষে শুক্রবার বিকালে  বাইচ প্রতিযোগিতা ও হাড়িয়া মেলা অনুষ্ঠিত হলো মালদায়। ইংরেজবাজার থানার যদুপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায় প্রায় 6০০ বছরের পুরানো লক্ষ্মী পূজা । এই পূজাকে কেন্দ্র করে প্রতিবছর মহানন্দা নদীতে অনুষ্ঠিত হয় বাইচ প্রতিযোগিতা ও হারিয়া মেলা । ভারত-বাংলাদেশ সীমান্ত রায়পুর এলাকায় এই লক্ষী পূজাকে কেন্দ্র করে একটি মেলার আয়োজন করা হয় ।  মাটির জিনিসপত্র বিক্রি হয় বলে মেলাটি হারিয়া মেলা নামে পরিচিত । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা ইংরেজবাজারের বিধায়ক তথা ইংরেজবাজার পৌরসভা পৌর পিতা নিহার রঞ্জন ঘোষ, মালদা জেলা পরিষদের সদস্য প্রতিভা সিংহ, সহ অনান্য অতিথিরা মালদা শহরের রামনগর কাচারি এলাকা থেকে বাইচ প্রতিযোগিতা শুরু হয়। এ বছর ১১টি দল এই বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।  প্রতিযোগিতা শেষে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলকে আর্থিক পুরস্কার দান করা হয় । ইংরেজবাজার থানা এবং পুরাতন মালদা থানা এলাকার মানুষেরা অতি উৎসাহের সাথে নদীর দুই পাড়ে ভিড় জমান বাইচ প্রতিযোগিতা দেখার জন্য । এছাড়া লক্ষ্মী পূজা উপলক্ষে রায়পুর এলাকায় একটি মেলা বসে ।  মেলার বৈশিষ্ট্য মাটির তৈরি বাসনপত্র ও খেলনা । এছাড়া যাত্রা পালা ও অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই মেলায়। সাত দিন ধরে চলে এই মেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here