সরকারের বিরুদ্ধে তোপ দেগে ধর্নায় ঠিকাদার সংস্থার কর্মীরা।

হক জাফর ইমাম(মালদা) কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে ধর্নায় বসলো শতাধিক ঠিকাদার সংস্থার কর্মীরা ।  রাজ্য সরকারের হস্তক্ষেপে সমস্যা মিটতে চলেছে ফেডারেশন অফ অল ইন্ডিয়া হিন্দুস্তান কনস্ট্রাকশন ওয়ার্কারস ইউনিয়নে সদস্যদের । গত কয়েক বছর ধরে মালদা জেলার বিভিন্ন প্রান্তে চলছে ৩৪ নম্বর জাতীয় সড়ক এবং বাইপাসের কাজ । ওই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করলেও প্রায় ৫ মাস ধরে বেতন পাচ্ছেন না ওই ঠিকাদার সংস্থার কর্মীরা । সেই কারণে শুক্রবার সকাল দশটা নাগাদ, মালদা বৈষ্ণবনগর থানার টোল প্লাজা এলাকায় ঠিকাদার সংস্থার শতাধিক কর্মীরা ধরনায় বসেন। এদিন তারা দীর্ঘক্ষন অবস্থান করেন । ফেডারেশন অফ অল ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুনীল সরকার জানিয়েছেন, গত ৫ মাস ধরে প্রায় ১১০০ কর্মীকে বেতন দেয়নি ঠিকাদার সংস্থা ।  সেই কারণে তারা ধর্নায় বসেছেন । তিনি আরো জানান, সরকারিভাবে জেলাশাসক, পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিককে চিঠি  দিয়ে জানান তারা । একাধিকবার ঠিকাদার সংস্থাকেও জানিয়ে কোনো ফল হয়নি। সূত্রে জানা যায়, কেন্দ্রো সরকারের কাছ থেকে টাকা না পাওয়ায় কর্মীদের বকেয়া মিটাতে পারছেনা ঠিকাদার সংস্থা। যদিও তিনি আশাবাদী আলোচনার মাধ্যমে সমস্যা মিটবে। আগামী দিনে সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানিয়েছেন তিনি।

error: Content is protected !!