“রাহুল লও মোদী ভাগাও”

আশিস মিয়াঁ(বিশালগড়) ত্রিপুরা রাজ্য বিগত ২৫ বছরে পিছিয়ে গেছে । এতবছর ধরে বামফ্রন্ট গরীব মানুষের,মেহনতি মানুষের কথা বলেছে কিন্তু সেই গরীব মানুষের মুখের গ্রাস কেঁড়ে নিয়েছে এই সিপিএম। শনিবার বিশালগড়ে আয়জিত কংগ্রেসের বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএমকে এভাবেই বিঁধলেন রাজ্য কংগ্রেসের সভাপতি বিরজিৎ সিনহা। “রাহুল লও মোদী ভাগাও” এই স্লোগানকে সামনে রেখে রাজ্যব্যাপী জন সম্পর্ক অভিযানে নেমেছে কংগ্রেস। শনিবার বিশালগড় জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী,এন এস ইউ আই এর সভাপতি রাকেশ দাস সহ কংগ্রেসের অনান্য নেতৃবৃন্দরা। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছে রাজ্য প্রদেশ নেতৃত্ব। প্রায় প্রতিদিন রাজ্যের কোন না কোন প্রান্তে সভা করছেন কংগ্রেস নেতারা। যেন তেন প্রকারেই বিধানসভা নির্বাচনে ফলাফল থেকে লোকসভা নির্বাচনে আরও ভালো ফলাফল করতে চাইছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here