রাজ্যে ফের উদ্ধার জালনোট,গ্রেফতার ২

হক জাফর ইমাম(মালদা) এক লক্ষ টাকার জালনোটসহ দুই পাচারকারীকে গ্রেফতার করল মালদা বৈষ্ণবনগর থানার পুলিশ। বৈষ্ণবনগর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পিটিএস মোড় এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে।  ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে বৈষ্ণবনগর থানার পুলিশ।

আটক হওয়া ব্যাক্তি

      গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার বৈষ্ণবনগর থানার পুলিশ হানা দেয় ৩৪ নম্বর জাতীয় সড়কের পিটিএস মোড় সংলগ্ন এলাকায় । গভীর রাতে ওই এলাকায় সন্দেহজনক ভাবে দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের আটক করে। তল্লাশি চালিয়ে ধৃত দুই জনের কাছ থেকে উদ্ধার করে এক লক্ষ টাকার জাল নোট। দুই জনকে সেখান থেকে গ্রেফতার করে।

আটক হওয়া ব্যাক্তি

পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতরা হল ভিম মণ্ডল (২০) ও  পলাশ মণ্ডল (১৯)। তাদের বাড়ী চর সুজাপুর বৈষ্ণবনগর থানার  এলাকায়। দুই জনের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট  এক লক্ষ টাকার জাল নোট। সবগুলিই দুই হাজার টাকার নোট। পুলিশের প্রাথমিক অনুমান জালনোট গুলি পাচার করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। ধৃত দুই জনকে শনিবার  মালদহ জেলা আদালতে সাত দিনের হেফাজত আবেদন করে পেশ করে মালদা বৈষ্ণবনগর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here