হক জাফর ইমাম(মালদা) এক লক্ষ টাকার জালনোটসহ দুই পাচারকারীকে গ্রেফতার করল মালদা বৈষ্ণবনগর থানার পুলিশ। বৈষ্ণবনগর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পিটিএস মোড় এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে বৈষ্ণবনগর থানার পুলিশ।

গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার বৈষ্ণবনগর থানার পুলিশ হানা দেয় ৩৪ নম্বর জাতীয় সড়কের পিটিএস মোড় সংলগ্ন এলাকায় । গভীর রাতে ওই এলাকায় সন্দেহজনক ভাবে দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের আটক করে। তল্লাশি চালিয়ে ধৃত দুই জনের কাছ থেকে উদ্ধার করে এক লক্ষ টাকার জাল নোট। দুই জনকে সেখান থেকে গ্রেফতার করে।
