পুজো এবার আপনার হাতের মুঠোয়

গৌতম পাল(রায়গঞ্জ) নির্বিঘ্নে মন্ডপে মন্ডপে ঘুরে দর্শনার্থীদের পুজো দেখার জন্য ” পুজো গাইড ম্যাপ ” ও শিশুদের পরিচয়পত্র প্রকাশ ও উদ্বোধন  করল উত্তর দিনাজপুর জেলা পুলিশ। শনিবার রায়গঞ্জ কর্নজোড়ায় জেলা পুলিশ লাইনের সভাকক্ষে দর্শনার্থীদের জন্য পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা ও জেলা পুলিশ সুপার সুমিত কুমার। পুজো গাইড ম্যাপ প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের দলনেতা পূর্নেন্দু দে, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারমান অরিন্দম সরকারসহ জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা।

উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে ছোট বড় মিলিয়ে প্রায় ১০০ টির মতো দূর্গাপুজো হয়ে থাকে। এরমধ্যে শহরের রাসবিহারী মার্কেট থেকে সুদর্শনপুর পর্যন্ত বিগ বাজেটের বেশ কয়েকটি পুজোর প্রতি আকর্ষন থাকে দর্শনার্থীদের। রায়গঞ্জ শহরের কোন পথ দিয়ে গেলে সহজেই এবং নির্বিঘ্নে পৌঁছে যাওয়া যাবে পুজো মন্ডপগুলিতে তার নির্দেশ সহকারে এবং ম্যাপের মাধ্যমে একটি পুজো গাইড ম্যাপ তৈরি করেছে জেলা পুলিশ।  এছাড়াও বাবা মা ও পরিবারের সাথে পুজো দেখতে আসা ছোট ছোট শিশুরা অনেক সময়ই হারিয়ে যায়। হারিয়ে যাওয়া শিশুদের সহজেই খুঁজে পাওয়া যায় এবং তাদের পরিচিতি জানতে পেরে তাদের উদ্ধার করা যায় সেকারনে শিশুদের একটি পরিচয়পত্র দেওয়া হবে। এই পরিচয়পত্রের উদ্বোধন করা হয় আজ।  আজ এই পুজো গ্যাইড ম্যাপ প্রকাশ করে ও পরিচয়পত্র উদ্বোধন করে  জেলার পুলিশ সুপার সুমিত কুমার বলেন, এই পুজো গাইড ম্যাপ দেখে দর্শনার্থী খুব সহজে এবং নির্বঘ্নে পুজো মন্ডপগুলিতে পৌঁছাতে পারবেন। রায়গঞ্জ শহরের রাস্তায় পুজোর চারটে দিন দুপুর তিনটে থেকে রাত দুটো পর্যন্ত কোনওরকম যানবাহন প্রবেশ করতে দেওয়া হবেনা। শহরে সাতটি পুলিশ ট্রাফিক পয়েন্ট করা হবে।

error: Content is protected !!