রাজ্যের সাফল্যের যাত্রা শুরু প্রথম দিনেই

স্পোর্টস ডেস্কঃ পূর্বোত্তর অলিম্পিকে ত্রিপুরার যাত্রা শুরু হল ৫টি পদক জয়ে। প্রথম পূর্বোত্তর অলিম্পিক শুরু হল বৃহস্পতিবার, মনিপুরের রাজধানী ইম্ফলে।  প্রথমদিনেই পদক আসলো জুডো, ওয়েট লিফটিং ও ক্যারাটেতে। জুডোতে রৌপ্য জিতলেন পূর্ণিমা নমোঃ, বিশ্বরূপ দেব ও রাহুল ভট্টাচার্য। অপরদিকে ওয়েট লিফটিংয়ে ব্রোন্জ পদক জিতলেন রবজিৎ নমোঃ। ক্যারাটেতে গুমজা রিয়াং ব্রোন্জ পদক পেয়েছেন। ত্রিপুরা অলিম্পিক রাজ্য এসোসিয়েশন ফুটবল ছাড়া বাকি ১১টি বিভাগে ১৩১ জনের টিম পাঠিয়েছে । ত্রিপুরাবাসীর গর্বের দিনে রাজ্যে খেলার ভবিষ্যতের উজ্জ্বল আভাস পাওয়া যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here