রাজ্যের ছেলে-মেয়েদের তৈরি মডেল সারা দেশে ছড়িয়ে যাবে

গোপাল ভট্টাচার্য(কল্যানপুর) “আগে সাব ডিভিশন লেভেল যেমন, খোয়াই,তেলিয়ামুড়া এই সমস্ত জায়গায় বিজ্ঞান মেলার আয়োজন করা হতো। কিন্তু বর্তমানে সেই বিজ্ঞান মেলাকে আরও প্রত্যন্ত গ্রামঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ে পৌছে দিতে হবে। আর এই মেলার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন মডেল তৈরি করবে যা আগামী দিনে রাজ্য ও দেশের কাজে লাগবে। বিগত দিনগুলিতে চেষ্টা ছিলোনা বলেই প্রত্যন্ত অঞ্চলের মধ্যে এমন অনেক প্রতিভাবান ছেলে-মেয়েরা রয়েছে যারা এতদিন ভালো জায়গায় পৌছাতে পারেনি। আমি বিশ্বাস করি প্রতিটি বিদ্যালয়ের ছেলে-মেয়েদের হাতে  তৈরি মডেল রাজ্য ও দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। রাজ্যের প্রত্যন্ত গ্রামঅঞ্চল থেকে আগামীদিনে ছেলেমেয়েরা আর ভালো জায়গায় পৌছাতে পারবে। বৃহস্পতিবার  কল্যানপুর দক্ষিন ঘিলাতলির রামবাবু সম্মাদক পাড়া উচ্চ বিদ্যালয়ে স্কুল ভিত্তিক বিজ্ঞান মঞ্চের উদ্বোধন করে একথা বললেন বিধায়ক পিনাকী দাস চৌধুরি। গ্রামের প্রতিভাবান ছেলে মেয়েদের তুলে আনতে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় গুলিতে বিজ্ঞান মেলার আয়োজন করেছে রাজ্য শিক্ষা দপ্তর। প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই  মেলায় ছাত্ররছাত্রীরা বিভিন্ন মডেল বানিয়ে নিয়ে এসেছিলেন। মোট ৮টি মডেল ছিলো আজকের বিজ্ঞান মেলায়। প্রদীপ জ্বালীয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরি। উদ্বোধনের পর মেলা চত্বর ঘুরে দেখেন তিনি। কথা বলেন ছাত্রছাত্রীদের সঙ্গে। তাদের তৈরি বিভিন্ন মডেলও পর্যবেক্ষণ করেন পিনাকী বাবু। বিধায়ককে কাছে পেয়ে খুশী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

error: Content is protected !!