রাজনীতি ভুলে ধুনুচি নাচে মেতে উঠলেন স্পীকার এবং কংগ্রেস সাংসদ

ছবি সৌজন্যে-আনন্দ বাজার পত্রিকা

নয়াদিল্লীঃ না আজ কোন ভেদাভেদ নয়, কোন রাজনীতি নয়। পুজোর ৫টা দিন রাজনীতি থেকে দূরেই থাকেন রাজনীতিবিদরা। পুজোর ৫টা দিন কেউ বিরোধী নন,সবাই আপন।  রাজনীতিকে দূরে সরিয়ে মহানবমীর সন্ধ্যায় ধুনুচি নাচে মেতে উঠলেন লোকসভার স্পীকার সুমিত্রা মহাজন ও কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে। কলকাতা নয় এই বিরল দৃশ্য দেখা গেলো রাজধানী দিল্লীর পান্ডারা রোডে নয়াদিল্লি সর্বজনীন দুর্গোৎসবে। পুজো দেখতে আসা স্থানীয় মানুষ ও দর্শনার্থীরা দারুন ভাবেই উপভোগ করলেন এই দৃশ্য।  ধুনুচি নাচের পাশাপাশি খোশ মেজাজে আড্ডা দিতে দেখা গেলো দুজনকে। লোকসভার ভিতরে যতই বাকবিতন্ডা হোক না কেনো পুজোর পাঁচটা দিন একেবারেই আলাদা। তা যেন ধরা পড়লো এই ছবিতেই ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here