দৈনন্দিন সমস্যাকে দূরে সরিয়ে পুজোর আনন্দে মাতয়ারা বরাক উপত্যকা

অমলেন্দু মালাকার,কাটিগড়া (আসাম) বহু কষ্ট আছে জমানো, জীবনের যান্ত্রিক সমস্যা যেন অক্টোপাসের মত ঘিরে রেখেছে । প্রত্যেকটি পরিবার ভিন্ন ভিন্ন সমস্যায় জর্জরিত । কপর্দকশূন্য তবুও বলবো সব আশা নিরাশার মধ্যে দিয়ে শারদীয়া উৎসবে মেতেছে গ্রাম থেকে শহর সর্বত্র । বরাক উপত্যকার কাছাড়,করিমগঞ্জ,হাইলাকান্দি তিন জেলায় পুজোর  ধুম পড়েছে রীতিমত লক্ষণীয়ভাবে । ডাকবার্তার পুজো  পরিক্রমায় কাছাড়ের কাটিগড়া ও কালাইন দুই উন্নয়ন ব্লকের অধীন প্রায় দুই শতাধিক পুজোর  আংশিক তথ্য সামনে এসেছে। জানা গেছে শতাব্দী প্রাচীন কাটিগড়া টিলা কালীবাড়ি প্রাঙ্গণে সম্পূর্ণ স্বাত্বিকতা বজায় রেখে প্রতি বছরের  মতই এবারও মহাধুমধামে পুজোর  আয়োজন করেছেন উদ্যোক্তারা ।

পুজো  কমিটির এক কর্মকর্তা জানান শতাব্দী প্রাচীন কাটিগড়া টিলা কালীবাড়ি আজও সাবেকীয়ানা বজায় রেখে পুজোর  আয়োজন করে চলেছে ।  মহাষষ্টী থেকেই পুজোর ধুম পড়ে এখানে। সপ্তমী,অষ্টমী এবং নবমী তিন দিনই ভোজনের আয়োজন করা হয়। এতে অংশ নেন বৃহত্তর এলাকার সহাস্ত্রাধিক ভক্তমণ্ডলী। ঠিক একইভাবে কালাইন এলাকার ঐতিহ্যবাহী কাঁচাকান্তি কালীবাড়িতেও লোকে লোকারণ্য। একদিকে সঙ্গীতানুষ্ঠান,অন্যদিকে মায়ের পুজার্চ্চণা ও মাতৃ দর্শন । সবমিলে উৎসবমুখর পরিবেশ । হুঁহুঁ করে বেড়ে চলা নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মুল্যবৃদ্ধি,রুজি রোজগারের ভাঁটার টান,কলকারখানা  বন্ধ সহ দৈনন্দিন জীবনের হাজারো সমস্যাকে উপেক্ষা করে সর্বস্তরের মানুষ উৎসব আনন্দে মশগুল। আগামী দিনগুলো ভালো কাটুক,শান্তি সম্প্রতি বজায় থাকুক এই কামনায় পুজো  কমিটির কর্মকর্তারা শারদীয়া শুভেচ্ছা  জ্ঞাপন করেন।

error: Content is protected !!