“রথও থাকবেনা আর রথের চাকাও থাকবেনা”

কলকাতাঃ “মমতা বন্ধোপাধ্যায় অনুমতি দিলে রথও থাকবেনা আর রথের চাকাও থাকবেনা”। শুক্রবার হাজরা মোড়ে প্রতিবাদ সভা থেকে    রাজ্যে বিজেপির রথযাত্রা নিয়ে এই মন্তব্য করলেন সাংসদ অভিষেক বন্ধোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের তিন জায়গা থেকে রথযাত্রা করবে বিজেপি। বিজেপির রথযাত্রা কে কেন্দ্র করে এখন জমে উঠেছে শাসক-বিরোধী লড়াই । ঠিক যেন ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’ ।  নড়ব না একচুলও । আগে রথযাত্রা প্রসঙ্গে বীরভূমের তৃনমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল বলেছিলেন, “ও সব্ব ফালতু। গোটা জেলায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। উন্নয়ন তো ঘর থেকে বেড়িয়ে দেখতে পারবে । এবার সেই রথযাত্রা নিয়ে মন্তব্য করলেন যুব সভাপতি।

 ৩১ অক্টোবর সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী । সেই নিয়েও কেন্দ্রকে আক্রমন করেছে অভিষেক বন্ধোপাধ্যায় । তিনি বলেন, যেখানে মানুষ খেতে পায়না সেখানে ৩০০০ কোটি টাকার মূর্তি তৈরি করা হচ্ছে । বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের জন্য ২০০ কোটি আর মূর্তি তৈরিতে ৩০০০ কোটি টাকা খরচ করছে কেন্দ্রীয় সরকার। ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপিকে দিল্লির মসনদ থেকে সরানোর প্রস্তুতিটা শুরু করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়। আজকের প্রতিবাদ সভাতেও মোদী হটানোর ডাক দিলেন যুব সভাপতি। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, শুরু টা তোমরা করেছো আমরা শেষটা করব। ক্ষমতা থাকলে রাজনৈতিক ময়দানে লড়ে দেখান”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here