আগরতলাঃ রাজ্যের ব্লাডব্যাঙ্ক গুলোতে যে রক্তসংকট দেখা দিয়েছেতা নিরসনে প্রতিদিন কোথাও না কোথাও রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। তার অঙ্গ হিসাবে শুক্রবার সখীচরন বিদ্যানিকেতনে বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, বিধায়ক আশিস সাহা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ও বিধায়ক আশিস কুমার সাহা সহ অনান্য অতিথিরা। এরপর সম্বর্ধনা জানানো হয় অতিথিদের।
রক্তদান শিবিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ জানিয়েছেন,” রক্তের সঙ্কট দূর করতে প্রতিদিন ধারাবাহিক ভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। আগামীদিনেও এই ধারবাহিকতা বজায় থাকবে।“ স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের সমস্ত ছোট-বড় সংস্থাও রাজ্যের সমস্ত মানুষকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।
