মৃত্যুর পর নড়েচড়ে বসলো স্বাস্থ্য দপ্তর

আশিস মিয়াঁ(বিশালগড়) অবশেষে টনক নড়ল জেলা স্বাস্থ্য দপ্তরের । গত কয়েকদিন ধরে টানা অজানা রোগে কমলাসাগরের ৮টি গ্রামের জনগনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।  ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে অনেকেই ভর্তি মধুপুর হাসপাতালে কেউ বা ভর্তি রাজধানীর জিবি হাসপাতালে।  এই খবর সামনে আসতেই এসডিও মধুপুর হাসপাতালের ডাক্তারদের মেডিক্যাল টিম নিয়ে সম্পূর্ণ এলাকা পরিদর্শন করেন । সঙ্গে ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব । পরিদর্শনকালে অনেকের বাড়ীতে গিয়ে এসডিও খোঁজখবর নেন এবং মৃতের পরিবারের সাথে কথা বলেন। তারপর অবশেষে কমলাসাগর পঞ্চায়েত হল ঘরে স্বাস্থ্য শিবিরের উদ্দ্যোগ নেয় । সকল রোগীদের বিনামূল্যে চিকিৎসা করে রক্ত সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে । যাদের অবস্থা শোচনীয় তাদের জিবিতে রেফার করা হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here