সারা দেশের সাথে তাল মিলিয়ে মালদায় পালিত করভাচৌথ উৎসব

 হক জাফর ইমাম(মালদা) সারা দেশের সাথে তাল মিলিয়ে মালদায় পালিত করভাচৌথ উৎসব। করভাচৌথ মূলত অবাঙালী  বিবাহিত মহিলাদের উৎসব ।  করভাচৌথ কথার অর্থকে দুই ভাগে ভাগ করা যায়। কার্বা শব্দের অর্থ হলো গম সংগ্রহ করার জন্য ব্যবহৃত মাটির পাত্র এবং চতুর্থ দিন অর্থ হলো চৌথ ।

এই দিনে বিবাহিত নারীরা সূর্যোদয় থেকে চন্দ্রগ্রহণ পর্যন্ত উপবাস করে তাদের পছন্দের স্বামীর নিরাপত্তা এবং দীর্ঘায়ু ভগবানের কাছে প্রার্থনা করেন । এটি কার্তিক মাসের পূর্ণিমা বিবাহিত মহিলারা উপবাস করে থাকে । শনিবার করভাচৌথ উপবাসের দিন মালদা শহরের বালুচর এলাকায় এক মন্দিরে অবাঙালী বিবাহিত মহিলাদের উপচে পড়া ভিড় দেখা যায় । সারাদিন উপোস থেকে রাতের পূর্ণিমা চাঁদকে সাক্ষী রেখে  চালন এর ছিদ্রের মাধ্যমে দিয়ে নিজের স্বামীর মুখ দেখে স্বামীর দীর্ঘায়ু কামনা করে এই উপবাস সমাপ্ত করেন । ভারতবর্ষে করভাচৌথ উৎসবটি বেশিরভাগ মধ্যপ্রদেশ রাজস্থান পাঞ্জাব, হরিয়ানা হিমাচল প্রদেশ এবং উত্তর প্রদেশের কিছু অংশে দেখা যায়।

error: Content is protected !!