মৃতের পরিবারকে সমবেদনা জানাতে সময় লাগল ১ মাস ১৭ দিন

গৌতম পাল(রায়গঞ্জ) গুলিবিদ্ধ হয়ে দুই ছাত্রের মৃত্যুতে শিক্ষকরা মর্মাহত। দীর্ঘ একমাস ১৭ দিন পর বুধবার নিহত রাজেশের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানালেন দাড়িভিট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের কর্মিরা । দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে গুলিবিদ্ধ হয়ে দুই ছাত্রের মৃত্যুর পর আজ পর্যন্ত বিদ্যালয়ে পঠন পাঠন চালু হয়নি । বিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে একাধিকবার বৈঠক হয়েছে ।

নিহত তাপসের মা মঞ্জু বর্মন জানিয়েছিলেন গুলিবিদ্ধ হয়ে দুই ছাত্রের মৃত্যু হলেও শিক্ষকেরা একবারের জন্য তাদের সঙ্গে দেখা করতে আসেননি । রাজ্য শিক্ষা দফতর ইতিমধ্যেই প্রধান শিক্ষক এবং সহকারি প্রধান শিক্ষককে সাসপেন্ড করেছে । আগামী ১০ নভেম্বর পুজার ছুটি কাটিয়ে বিদ্যালয় খোলার কথা । ১০ নভেম্বর  দাড়িভিট বিদ্যালয় খোলার নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায় । ১০ নভেম্বর দাড়িভিট বিদ্যালয় খোলার আবেদন নিয়ে বিদ্যালয়ের প্রশাসক তথা ইসলামপুর মহকুমা শাসক নিহত পরিবারের কাছে গিয়েছিলেন । দেরিতে হলেও বিদ্যালয়ের শিক্ষকরা নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে গেলেন । বিদ্যালয়ের শিক্ষক জানিয়েছেন, নিজেদের ইচ্ছায় নিহত ছাত্রদের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন। নিহতের পরিবার জানিয়েছেন, দুঃখপ্রকাশ করতে শিক্ষক শিক্ষিকারা তাদের বাড়িতে এসেছিলেন । এলাকার অভিভাবকদের সঙ্গে তারা দেখা করেছেন।

error: Content is protected !!