মালদার নাট মন্দিরের পুজোয় এবার অভিনবত্বের ছোঁয়া

হক জাফর ইমাম(মালদা) মালদা শহরের দুর্গাপুজো গুলির মধ্যে অন্যতম মালদা হংসগিরি লেনের নাট মন্দিরের দুর্গাপুজো । এই বছর ২৩ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো । প্রতিবছর নতুন নতুন ভাবনা নিয়ে আসে মালদার নাটমন্দিরের পুজো কমিটির সদস্যরা । এবারেও দুর্গা প্রতিমা ও প্যান্ডেলে অভিনবত্ব তুলে ধরতে চলেছে এই ক্লাব। এই বছরে নাট মন্দিরে দুর্গ পুজোর থিম হচ্ছে চলবাসে ধরণী।

পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে পুরাতন দিনের দূরভাষর ব্যবস্থা অর্থাৎ টেলিফোন। ডাকবার্তা ডট কমের মালদার প্রতিনিধিকে পুজো কমিটির সম্পাদক মঙ্গল দাস জানিয়েছেন,এই বছরের আমাদের দুর্গ পুজোর থিম চলোবাসে ধরণী। এই থিমের  মাধ্যমে দেখানো হচ্ছে আগে আমাদের দূরভাষ ব্যবস্থা ছিল বর্তমানে সেটি ফোরজি অ্যান্ড্রয়েড মোবাইলে রূপান্তরিত হয়েছে । এন্ড্রয়েড মোবাইলের যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিক আছে বর্তমানে আমাদের ছেলেমেয়েরা গল্পের বই পড়া খেলাধুলা করা প্রায় ভুলতে চলেছে সেটি এবার আমাদের মন্ডপে দেখানো হচ্ছে।

error: Content is protected !!