পুজোয় অটো রুট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কৈলাশহর ট্রাফিক দপ্তরের।

অয়ন মজুমদার(কৈলাশহর) পুজোর আগে কৈলাশহর শহরকে যানজট মুক্ত রাখতে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে কৈলাশহর ট্রাফিক দপ্তর । পুজোর সময় যাতে দর্শনার্থীদের কোন সমস্যা না হয় এবং রাস্তাঘাট যাতে যানজট মুক্ত থাকে তার জন্য একাধিক ব্যবস্থা নিয়েছেন তারা। কিন্তু ট্রাফিক বিভাগের এই পদক্ষেপকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে কৈলাশহরে অটো চালক ও ট্রাফিক দপ্তরের আধিকারিকদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয় । যদিও পরবর্তী সময়ে ট্রাফিক বিভাগের আধিকারিকদের সঙ্গে অটো চালকদের  বৈঠকের পর একটি সমাধান সূত্র বেড়িয়ে আসে । ঘটনার বিবরনে জানা গেছে , কৈলাশহর এলাকার গাড়ির যে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডে ছোট –বড় সব ধরনের গাড়ি থাকবে এবং সেই স্ট্যান্ডেই যাত্রীরা ওঠানামা করবে । শহরকে যানজট মুক্ত করার লক্ষে পাইতুর বাজার এলাকায় মোটর স্ট্যান্ড স্থানান্তরিত করা হয়। কিন্তু এরপরেও সমস্যার কোন সমাধান হয়নি। প্রায় সবসময় দেখা যায় যে অটো এবং ম্যাজিক গাড়ি গুলি মূল রাস্তার যেখান সেখান থেকে যাত্রী ওঠানামা করায়। এর ফলে প্রতিদিন যানজট সৃষ্টি হয়। মাঝে মাঝে ট্রাফিক দপ্তর কড়া পদক্ষেপ নেওয়ার পর দুএকদিন সব কিছু ঠিকঠাক থাকলেও পরবর্তী সময়ে আবার সব কিছু আগের মত হয়ে যায়। শুক্রবার সকালেও এই একই ঘটনা ঘটে শহরের রাজপথে। সেই সময় কৈলাশহর থানার ট্রাফিক বিভাগ বেশ কয়েকটি অটো থানায় তুলে নিয়ে আসেন। এরপর বিক্ষুব্দ অটো চালকেরা থানায় এসে বিক্ষোভ দেখাতে থাকেন । এবং তারা দাবী করেন যে আইন যদি করা হয় তাহলে সমস্ত গাড়ির জন্য এক আইন করতে হবে। তাদের আরও অভিযোগ যে অনান্য গাড়ি গুলি শহরের ভিতর থেকে যাত্রী তুলে নিয়ে চলে যায় তার ফলে তারা খুব একটা বেশী যাত্রী নিয়ে গাড়ি চলাচল করতে পারেন না।

পরবর্তী সময়ে ট্রাফিক পুলিশ ও অটো চালকদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বেড়িয়ে আসে। কৈলাশহর থেকে ডলুগাঁও এবং কৈলাশহর থেকে সিহিরবিল পর্যন্ত দুটি রুটের ২টি অটো শহরে থাকবে । বাকি অটো গুলি পাইতুর বাজার স্ট্যান্ডে থাকবে। ট্রাফিক দপ্তরের এই সিদ্ধান্তে খুশীর হাওয়া এখন চালকদের মধ্যে।

error: Content is protected !!